ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

ড.ওয়াজেদ মিয়া’র সমাধিতে বেরোবি’র শ্রদ্ধা 

প্রকাশিত : ১৯:০১, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৯:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন প্রখ্যাত প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া’র জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ অর্পণ করেছেন ।

শনিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফতেহপুর, পীরগঞ্জে ড. এম এ ওয়াজেদ মিয়া’র সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ।

এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ,অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, শিক্ষক-কর্মকর্তাদের এবং কর্মচারীদের বিভিন্ন সংগঠন ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, সাধারণ সম্পাদক ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক খাইরুল কবীর সুমন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও প্রক্টর (চলতি দায়িত্ব) প্রফেসর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম, গণিত বিভাগের প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, ইন্স্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হক, শহীদ মুখতার ইলাহী হল প্রভোস্ট (চলতি দায়িত্ব) ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট (চলতি দায়িত্ব) তাবিউর রহমান প্রধান, সাইবার সেন্টারের পরিচালক (চলতি দায়িত্ব) মু. শামসুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সকলের অংশগ্রহণে দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব রাকিব উদ্দীন আহমেদ।

কেআই/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি